আরজুমান্দ আরা বকুল-এর নামের বানান ভুলের কষ্ট

0

তাজুল ইসলাম

নাটক ও সিনেমার প্রিয় মুখ আরজুমান্দ আরা বকুল। দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে সম্পৃক্ত। কিন্তু একটা বিষয় নিয়ে বারবার তার মন ভীষণ খারাপ হয়ে যায়। আর তা হলো যখনই কোন নাটক সিনেমায় তিনি অভিনয় করেন, সেগুলো যখন প্রচার হয় তখন দেখেন যে তার নামের বানানটা ভুল। স্ক্রিনে বকুলের যে নামটি যায় সেটা হলো আঞ্জুমান আরা বকুল। কিন্তু আসলে তার নাম হলো আরজুমান্দ আরা বকুল। সবসময়ই তিনি নামের বানানের ব্যাপারে সবাইকে বিশেষভাবে বলার পরও একই ভুল করে।

সর্বশেষ মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘চারুলতার বিয়ে’ নাটকে একই ভুল হয়েছে। তাই দুঃখ প্রকাশ করে বকুল বলেন, ‘এ জীবনে আর হয়তো নিজের নামের সঠিক বানানটা দেখে যেতে পারবোনা।’

এদিকে হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে আকরাম খানের নাট্যরূপ ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত একক নাটক ‘উত্তর বসন্ত’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে বকুল বলেন,‘ শ্রদ্ধেয় হাসান আজিজুল হকের গল্পে অভিনয় করতে পারার মধ্যেই একটা ভীষণ ভালোলাগা কাজ করেছে। ধন্যবাদ আকরাম খানকে আমাকে এই নাটকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। কিছু কাজ শিল্পীর জীবনের চলার পথে অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকে। উত্তর বসন্ত আমার অভিনয় জীবনের ঠিক তেমনি একটি নাটক। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’

এদিকে আরজুমান্দ আরা বকুল সজীব দাসের পরিচালনায় ‘তবে কী আমার ভুল ছিলো’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। এছাড়াও নারী দিবস এবং স্বাধীনতা দিবসের সচেতনতা মূলক দুটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। দুটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন আমির পারভেজ।

আরজুমান্দ আরা বকুল অভিনীত প্রথম নাটক ছিলো ‘হিসাব নিকাশ’। এটি নির্মাণ করেছিলেন ফরিদুর রহমান। সময়ের সেরা নায়ক শাকিব খানের সঙ্গেও তিনি বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমায় তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এর আগে শাকিব খানের সঙ্গে আজিজুর রহমানের ‘ডাক্তার বাড়ি’ , জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাধা যায়না’ সিনেমাতে অভিনয় করেছেন। বকুল অভিনীত প্রথম সিনেমা শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’।

​Please follow Blitz on Google News Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here