চলচ্চিত্রে পথচলার দুইযুগ নায়িকা তামান্না’র

0

চিত্রনায়িকা তামান্না, প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভন্ড’তে অভিনয়ের মধ্যদিয়ে যিনি হইচই ফেলেছিলেন। সেই তামান্না বহুদিন ধরেই সুইডেন প্রবাসী। সেখানেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ ২০১৩ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। এরমধ্যে তিনি গেলো বছরের ১৭ সেপ্টেম্বর তার মা তাহমিনা হুদা’কে হারিয়েছেন। যে মা’ই ছিলো তার পুরো পৃথিবী, সেই মা’কে হারিয়ে এখন যেন অনেকটাই একাকী হয়ে গেছেন তামান্না। এদিকে চলচ্চিত্রে পথচলার দুই যুগে পদার্পণ করেছেন তামান্না চলতি মাসেই।

১৯৯৮ সালের মে মাসেই তামান্না অভিনীত ‘ভন্ড’ সিনেমাটি মুক্তি পায়, যেটিতে তার বিপরীতে ছিলেন সে সময়ের সুপারস্টার নায়ক রুবেল। সিনেমাটি মুক্তির পরেরদিনই একই পরিচালকের চারটি সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলেও একটি বিশেষ কারণে তার আর সেই চারটি সিনেমায় কাজ করা হয়ে উঠেনি।

তামান্না ১৯৯৫ সালে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই আফজাল হোসেনের নির্দেশনায় স্টারশিপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। টিভিতে প্রচারের পর ১৯৯৭ সালেই সুইডেন থেকে আবার আসতে হয় আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমাতে অভিনয়ের জন্য। কিন্তু তামান্না তাতে অভিনয় না করে সাইফুল আজম কাশেমের ‘ত্যাজ্যপুত্র’ সিনেমার শুটিং শেষ করেন। এই সিনেমার নৃত্য পরিচালক ছিলেন ইমদাদুল হক খোকন। তার মাধ্যমেই ‘ভন্ড’ সিনেমায় কাজ শুরু করেন একই বছরের ডিসেম্বর মাসে। মুক্তি পায় ১৯৯৮’র মে মাসে। এরপর তামান্না’কে ‘হৃদয়ে লেখা নাম’,‘ তুমি আমার ভালোবাসা’,‘ শত্রু তুমি বন্ধু তুমি’,‘ কঠিন শাস্তি’,‘ সন্ত্রাসী বন্ধু’,‘ আমার প্রতিজ্ঞা’সহ সর্বশেষ ২০১৩ সালে মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্যরে’ সিনেমায় অভিনয়ে দেখা যায়।

সিনেমায় অভিনয় এবং ব্যক্তি জীবন নিয়ে মুঠোফোনে সুইডেন থেকে তামান্না বলেন,‘ ভন্ড যখন হিট হলো তখন কিছু ভুলের কারণে আমি আমার মতো করে এগিয়ে যেতে পারিনি। আমার নিজের মতো করে এগিয়ে গেলে ইন্ডাষ্ট্রিতে আমার অবস্থান কোথায় থাকতো তা আজ অনুভব করতে পারি। তারপরও এখনো দর্শক আমাকে মনে রেখেছেন, আমাকে ভালোবাসেন-এটাও অনেক বড় প্রাপ্তি। শুকরিয়া আদায় করিতো অবশ্যই, সেইসাথে আমার মায়ের প্রতি, খোকন ভাইয়ের প্রতি, সাংবাদিক দুলাল খান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

আর এখন আমার জীবন অনেক সুন্দর। নিজের মতো করে বাঁচতে পারছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। যখনই মনের মতো একজন মানুষ পাবো, তখনই জীবনটা নতুন করে শুরু করবো। কারো জন্য বসে থাকার বিন্দুমাত্র সময় নেই আমার।

Please follow Blitz on Google News Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here