শিল্পী সরকার অপু চলচ্চিত্র ও নাটকে সমানতালে ব্যস্ত

0

শিল্পী সরকার অপু, বাংলাদেশের টিভি নাটকের একজন প্রতিথযশা অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন গুনী এই অভিনেত্রী। গেলো মা দিবসে হাসিব রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’-এ তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। আবার গেলো ঈদে রাকেশ বসু পরিচালিত ‘রক্ত’ এবং সাগর জাহান পরিচালিত ’শেষটা অন্যরকম ছিলো’ নাটকেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

এদিকে নাটকে অভিনয়ের পাশাপাশি শিল্পী সরকার অপু এরইমধ্যে তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমা তিনটি হলো হৃদি হকের অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’, নিয়ামুল মুক্তার ‘রক্ত জবা’ এবং সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’। তিনটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলে জানান। এদিকে কিছুদিন আগেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শেষ হলো শিল্পী সরকার অপু অভিনীত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘আম্মা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

বর্তমানে তিনটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি। বৈশাখী টিভিতে প্রচার সাজ্জাদ হোসেন দোদুলের ‘জমিদার বাড়ি’, এনটিভি অনলাইনে হাবীব শাকিলের ‘সৎ মা’ এবং মাছরাঙ্গা টিভিতে শামীম জামানের ‘প্রিয়জন’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

শিল্পী সরকার অপু বলেন,‘ কিছুদিন আগে একটি ধারাবাহিকে শূটিং-এর সময় আমার মা মারা যান। শুটিং-এ থাকাবস্থাতেই নেত্রকোনা’তে ছুটে যাই মার মুখখানি শেষবারের মতো দেখতে। সারা জীবনের জন্য মা’কে হারিয়ে ফেললাম, অথচ মা’কে কথা দিয়েছিলাম কিছুদিনের মধ্যেই মার কাছে যাবো, তার কোলে মাথা রেখে একটু সুখ নেবো। কিন্তু সেটা আর হলোনা। এখন আর শুটিং-এ মায়ের ফোন আসেনা। খুউব মন খারাপ হয়। মন খারাপের মাঝেই বাস্তবতাকে মেনে নিয়ে নাটকে, সিনেমাতে অভিনয় করে যাচ্ছি।

এরমধ্যে বেশকিছু নাটকে, শর্টফিল্মে কাজ করার জন্য বেশ সাড়া পেয়েছি। আরো কিছু ভালো ভালো কাজ করছি। এরমধ্যে তিনটি সিনেমার কাজও শেষ করেছি। তিনটিই এক কথায় অসাধারণ সিনেমা হয়েছে। আমি ভীষণ আশাবাদী সিনেমাগুলো নিয়ে।’ শিল্পী সরকার অপু নিজেও একজন নাট্যকার। তার স্বামী নরেশ ভূঁইয়া দেশের প্রতিথযশা একজন সাংবাদিক, নাট্যপরিচালক এবং অভিনেতা। তার ছেলে ইয়াশ রোহান এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেতা।

ছবি: মোহসীন আহমেদ

Please follow Blitz on Google News Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here